নির্বাচন বাতিল করে আমাকে বিজয়ী করা হোক : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচন বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণা করা হোক।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওহাইও অঙ্গরাজ্যে আয়োজিত নির্বাচনী সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের আর বাকি আছে দুই সপ্তাহ। স্থানীয় সময় আগামী ৮ নভেম্বর ভোট দেবে দেশটির জনগণ। তবে এরই মধ্যে অনেকেই আগাম ভোট দিয়েছেন।
রিপাবলিকান দল মনোনীত প্রার্থী ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে আমি ভাবছিলাম, আমাদের নির্বাচন বাতিল করা উচিত এবং ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা উচিত।’
ডেমোক্র্যাটিক দল মনোনীত হিলারি ক্লিনটনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তাঁর নীতি খুব খারাপ, এ বিষয়ে আমাদের সঙ্গে বড় পার্থক্য আছে।’
এরই মধ্যে বিগত কয়েক সপ্তাহে নির্বাচনের বৈধতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগও এনেছেন। সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠিত রাজনীতিকরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। তাঁর আরো অভিযোগ, ভোট কারচুপি করে তাঁর প্রেসিডেন্ট পদ কেড়ে নেওয়া হতে পারে।
ভোটের আগে বেশ কিছু জনমত জরিপে ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে পিছিয়ে আছেন।
এ ছাড়া ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন, যা নির্বাচনী দৌড়ে তাঁকে পিছিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।