নোবেল নিয়ে মুখ খুললেন ডিলান

নোবেল পুরস্কার পাওয়ার দীর্ঘদিন পর এ নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা বব ডিলান। তিনি বলেছেন, পুরস্কারপ্রাপ্তি তাঁকে ‘বাকরুদ্ধ’ করেছিল।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছ নোবেল ফাউন্ডেশন। সংস্থাটি জানায়, দীর্ঘ নীরবতার পর নোবেলপ্রাপ্তি নিয়ে অভিব্যক্তি প্রকাশ করলেও আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিলান যোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সব কিছু ঠিকঠাক থাকলে ডিলান নিজে গিয়ে নোবেল পুরস্কার গ্রহণ করবেন।
আমেরিকার সংগীতের ধারায় নতুন কাব্যিক ভাব তৈরির জন্য ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পান বব ডিলান। এর পর থেকে বিষয়টি নিয়ে তাঁর নীরবতা দেখা যায়।
এ নিয়ে ডিলারের ওপর ক্ষেপে যায় নোবেল পুরস্কার প্রদানকারী সংগঠন সুইডিশ একাডেমি। সংস্থাটি ডিলানের নীরবতাকে ‘অভদ্র ও ঔদ্ধত্যপূর্ণ’বলে ঘোষণা দেয়।
তবে শুক্রবার নোবেল ফাউন্ডেশন জানায়, সুইডিশ একাডেমির পার্মানেন্ট সেক্রেটারি সারা দানিউসকে ডিলান নোবেল পুরস্কারপ্রাপ্তির বিষয়ে ইতিবাচক কথা বলেছেন।
দানিউসের কাছে ডিলান বলেন, ‘নোবেল পুরস্কারপ্রাপ্তির সংবাদ আমাকে বাকরুদ্ধ করেছিল। আমি এই পুরস্কারপ্রাপ্তিকে খুব ভালোভাবে নিয়েছি।’