ট্রাম্পের সেরা ১৫ ব্যঙ্গচিত্র

যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র একদিন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম দুই প্রার্থীই ডিজিটাল প্রচারণায় মুখর। এদিকে ব্যাপক প্রচারণায় সাধারণ ভোটাররা বিরক্ত বলেও খবর জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
এবারের প্রচারণার এক অন্যতম অনুষঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ব্লগগুলো। আর এই যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের কর্মী-সমর্থকদের প্রচার ও তর্ক-বিতর্কও। আর এই তর্ক-বিতর্কের বেশ ধরে একের পর এক কৌতুক আর ব্যঙ্গচিত্র তৈরি হচ্ছে। অবশ্য এই ব্যঙ্গচিত্রের অধিকাংশই ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করেই আঁকা।
নির্বাচনকেন্দ্রিক বিতর্কে দুনিয়াজুড়ে শিল্পীদের কেউ ট্রাম্পকে আঁকছেন ভাঁড়ের মতো করে কেউ বা আবার হিলারির মুখকে আঁকছেন তাঁর নির্বাচনী প্রতীক গাধার মতো করে। রিপাবলিকানদের প্রতীক নিয়ে কৌতুক করায় পিছিয়ে নেই কার্টুনিস্টরা। হাতির মুখের আদল অনেকেই বদলে দিয়েছেন ট্রাম্পের মুখের মতো করে।
নিউইয়র্ক টাইমসেরই এক কার্টুনে দেখা গেছে, ট্রাম্পের মুখমণ্ডল বদলে অনেকটা পুতিনের মতো হয়ে গেছে- কার্টুনিস্ট এর নাম দিয়েছেন পুট্রাম্প! আবার হিটলারের মতো করে আঁকা ট্রাম্পের মুখমণ্ডলের কার্টুনটির নাম ট্রাম্পলার। আর ট্রাম্পের মুখমণ্ডলের সঙ্গে হিলারির মুখমণ্ডল মিলিয়ে ওয়াশিংটন পোস্টে একে ক্লাম্প নামে ছাপানোর ঘটনা তো অনেকেরই জানা।
এমন অনেক কৌতুক এবং ব্যঙ্গচিত্রে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও। এই শেষ সময়ে এসে অনেক সংবাদমাধ্যমই আবার পুরো নির্বাচনী প্রচারণার সময়ে ব্যবহৃত ব্যঙ্গচিত্রগুলোর সংকলনও প্রকাশ করছে। ওয়াশিংটন পোস্টের তেমনই একটি ব্যঙ্গচিত্রের সংকলন অনুসারে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সেরা ১৫ ব্যঙ্গচিত্র।