তিন শহরের ফল, দুটিতে হিলারি জয়ী

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের তিন শহরে মধ্যরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুই শহরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। শহর দুটি হচ্ছে ডিক্সভিলে নচ ও হার্টস লোকেশন শহর। আর ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন মিলসফিল্ডে। তবে এই তিন শহরে মোট ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
ডিক্সভিল নচে স্থানীয় সময় সোমবার রাত ১২টার পর থেকে আটজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে হিলারি পেয়েছেন চার ভোট, রিপাবলিকান পার্টি পেয়েছেন দুই ভোট, লিবারটেরিয়ান পার্টির গ্রে জনসন পেয়েছেন এক ভোট। মেইন অঙ্গরাজ্য ও কানাডিয়া সীমান্তের মাঝামাঝিতে নিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলে এই শহর অবস্থিত।
হার্টস লোকেশন শহরে ট্রাম্পের চেয়ে তিন ভোট বেশি পেয়েছেন হিলারি। এই কেন্দ্রে হিলারি পেয়েছেন ১৭ ভোট আর ট্রাম্প পেয়েছেন ১৪ ভোট। তবে মিলসফিল্ডে ট্রাম্প জয়ী হয়েছেন। এখানে ট্রাম্প পেয়েছেন ১৬ আর হিলারি পেয়েছেন চার ভোট। এই হিসেবে এই রাজ্যের এই তিনটি শহরে মোট ভোটে ট্রাম্প এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছে ৩২ আর হিলারি পেয়েছেন ২৫ ভোট।
ইউএ টুডে জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারের আইন অনুযায়ী ১০০ জনেরও কম ভোটার মধ্যরাতে ভোট দেওয়া শুরু করতে পারে এবং যত দ্রুত সম্ভব তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হয়।
১৯৬০ সাল থেকে ডিক্সভিলে নচের ভোটাররা মধ্যরাতে ভোট দিচ্ছে। কিন্তু হার্টস লোকেশনই হচ্ছে প্রথম শহর, যেখানে ১৯৪৬ সাল থেকে আগাম ভোট হচ্ছে।
পিটিআই জানিয়েছে, নতুন এক জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন। হিলারিকে ৪৫ শতাংশ ভোটার পছন্দ করে এবং ট্রাম্পকে পছন্দ করে ৪১ শতাংশ ভোটার।