ফ্লোরিডার দিকে তাকিয়ে সবাই
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য এখন নির্ভর করছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওপর। এই রাজ্যের ভোটের ফলই নির্ধারণ করে দেবে আগামী চার বছরের জন্য কে ঘোরাচ্ছেন মার্কিন প্রশাসনের ছড়ি।
হোয়াইট হাউসের পথে এগোতে হলে ট্রাম্পকে ফ্লোরিডায় জিততে হবে। এখন পর্যন্ত এই রাজ্যের ৯৩ শতাংশ ভোটগণনা হয়েছে। সে হিসেবে এক লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। সেইসঙ্গে ওহাইও অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি, এগিয়ে আছেন নর্থ ক্যারোলাইনাতেও। যদিও উল্লেখযোগ্যসংখ্যক ভোটগণনা এখনো বাকি রয়েছে।
ফ্লোরিডা হচ্ছে যুক্তরাষ্ট্রের ‘সুইং স্টেট’গুলোর মধ্যে অন্যতম। এই রাজ্যে দুই প্রার্থীরই সমানসংখ্যক সমর্থক রয়েছেন। ফলে ভোটের ফলে অঙ্গরাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধারণা করা হচ্ছে। যে অঙ্গরাজ্যগুলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে ফ্লোরিডা অন্যতম।
এদিকে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত টেক্সাসসহ ১৭টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। নিউইয়র্কসহ নয়টি রাজ্যে শীর্ষে আছেন হিলারি।
সর্বশেষ হিসাব অনুযায়ী ২৯ অঙ্গরাজ্যের মধ্যে ট্রাম্প পেয়েছেন ১৬৮টি ইলেক্টোরাল ভোট এবং হিলারি পেয়েছেন ১০৯টি। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি।

সিএনএন