রোমের রাস্তায় তরুণীকে ঘিরে রহস্য!
ইতালির রোমের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্বর্ণকেশী এক তরুণী। এখানে-সেখানে রাস্তার ওপরই প্রায়ই তাঁকে অগোছালোভাবে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইংরেজিতে কথা বলতে পারলেও তিনি ইতালির ভাষা জানেন না। কে এই তরুণী তা জানতে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়েছে।
ডেইলি মেইল অনলাইনের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়, ওই তরুণীর পরনে লম্বা স্কার্ট-জাতীয় একটি কাপড় ও রেইনকোট। এক পোশাক পরেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। কেউ পরিচয় জানে না। ইতালির একটি টিভির অনুষ্ঠানে ওই তরুণীর ভিডিওচিত্র সম্প্রচার করে পরিচয় জানতে চাওয়ার পরই ইন্টারনেটে তোলপাড় শুরু হয়।
ওই তরুণীর বিনয়ী আচরণ দেখে অনেক ইতালিয়ান আগ্রহ নিয়ে তাঁর সঙ্গে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। তাঁকে কোনো অর্থ দিলে তিনি নিচ্ছেন না। কোনো প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দিচ্ছেন। মেয়েটির পরিচয় জানতে ও নিজ বাড়িতে পাঠাতে ইন্টারনেটে প্রচার শুরু করা হয়েছে।
এর মধ্যে ইতালির পুলিশ ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা করেছিল। কিন্তু মেয়েটির কাছে কোনো পাস্টপোর্ট, কোনো পরিচয়পত্র নেই। পরিচয় জানা যাবে এমন কোনো কাগজও নেই। ফলে ব্যর্থ হয়েছে তারা।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, তাঁদের কাছে মেয়েটি তাঁর নাম ‘মারিয়া’ বলে জানিয়েছেন। তবে পুলিশ বলেছে, মেয়েটি তাদের কাছে অন্য নাম বলেছেন।
ইন্টারনেট ক্যাম্পেইনাররা জানিয়েছে, হারিয়ে যাওয়া অনেকের সঙ্গে ‘মারিয়া’র চেহারার মিল রয়েছে। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে অপহৃত আমান্ডা আডলায়ের সঙ্গে মেয়েটির চেহারার মিল রয়েছে। ২০০৮ সালে জার্মানি থেকে নিখোঁজ হওয়া মারিয়া-ব্রিগিত্তি ও ম্যাডেলেইন ম্যাককেইনের সঙ্গে ওই মেয়েটির মিল আছে বলে অনেকে মনে করছেন।