দুতের্তের মৃত্যুর গুজব, বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বাতিল

বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক প্রতিনিধিদলের সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তের বৈঠক বাতিল করা হয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্টো অ্যাবেলা খবরটি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে ফিলিপাইন প্রেসিডেন্টের ওই সাক্ষাৎ হওয়ার কথা ছিল।
ফিলিপাইন স্টারের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকারের আগে মোবাইলের মেসেজে গুজব ছড়িয়ে পড়ে, প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে মারা গেছেন। কিন্তু পরক্ষণেই এই খবরকে গুজব আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ভবন থেকে জানানো হয়, ‘প্রেসিডেন্ট শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।’
আর্নেস্টো অ্যাবেলা জানান, ভিন্ন জরুরি কাজ থাকার কারণেই বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। তবে তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে ফিলিপাইনের বিভিন্ন সংস্থার প্রধানরা দেখা করেছেন।
এ বিষয়ে ফিলিপাইন প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক কার্যালয়ের মুখ্য সচিব মার্টিন এন্ডানার বলেছেন, ‘দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট এখনো যথেষ্ট শক্তিশালী ও কর্মক্ষম রয়েছেন।’