বিহারে মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রথম দিনের লড়াই শুরু
বিহারে বহুল প্রতীক্ষিত মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হলো। রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে আজ সকাল ৭টা থেকে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। এই নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, বরং বিহারের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তরুণ প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের ভবিষ্যৎ নির্ধারণ করবে। খবর এনডিটিভির।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোট এবারও ক্ষমতায় ফেরার আশা করছে। জোটের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদেরকে গণতন্ত্রের উৎসবে উৎসাহের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও ৭৪ বছর বয়সী নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাখা নিয়ে কিছুদিন ধরে দলের অভ্যন্তরে জল্পনা ছিল, তবে বিজেপি নেতৃত্ব শেষ মুহূর্তে তা পরিষ্কার করেছে। এনডিএ সরকার দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের মুখে থাকলেও তারা ১ কোটি কর্মসংস্থান এবং ১ কোটি গ্রামীণ নারীকে ‘লাখপতি’ করার প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে বিরোধী মহাজোট তাদের প্রধান শক্তি হিসেবে দেখছে রাজ্যে ক্ষমতাসীনদের প্রতি থাকা বিরোধী মনোভাবকে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব রাজ্যের প্রতিটি পরিবারকে একটি করে সরকারি চাকরি বা প্রায় ১ দশমিক ৩ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, এটি তরুণ ভোটারদের মধ্যে বিশাল সাড়া ফেলেছে। যদিও মহাজোটের অন্যতম শরিক কংগ্রেসের প্রচার কিছুটা দুর্বল ছিল।
আজ যে আসনগুলিতে ভোট হচ্ছে তার বেশিরভাগই মধ্য বিহার অঞ্চলে পড়েছে। এই এলাকা ঐতিহাসিকভাবে তেজস্বী যাদবের মহাজোটের জন্য শক্তিশালী বলে পরিচিত। ২০২০ সালের নির্বাচনে এই ১২১টি আসনের মধ্যে মহাজোট ৬৩টি জিতে ক্ষমতাসীন হতে সক্ষম হয়েছিল। তাই আজকের ভোট দুই প্রধান জোটের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট ভাগ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক