আবারও বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বর্ণের দাম সামান্য বেড়েছে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন— এক দিকে ডলারের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি থেকে কিছুটা কমে গেছে, আর অন্য দিকে যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থার (শাটডাউন) কারণে বিনিয়োগকারীরা দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত ছিলেন। খবর রয়টার্সের।
মার্কিন স্থানীয় বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৯৮৬ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণ রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত দাম প্রায় ৯ শতাংশ কমেছে।
আরও পড়ুন : সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহার করে যে পাঁচ দেশ
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের দাম কিছুটা কমেছে... যা স্বর্ণের জন্য ঊর্ধ্বমুখী প্রবণতা অর্জনের কাজটিকে সহজ করে তুলেছে। আগের সেশনে চার মাসের সর্বোচ্চে পৌঁছানোর পর ডলারও ০.২ শতাংশ কমেছে, যা অন্যান্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণের দাম কমিয়ে দিয়েছে।
আরও পড়ুন : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বুধবার প্রকাশিত এডিপি রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে মার্কিন বেসরকারি নিয়োগকর্তারা ৪২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা প্রত্যাশিত ২৮ হাজার কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এই শক্তিশালী শ্রমবাজার সুদের হার কমানোর আশাকে কিছুটা ম্লান করে দিতে পারে।
কংগ্রেসের অচলাবস্থার কারণে মার্কিন সরকারের দীর্ঘতম অচলাবস্থা দেখা দিয়েছে, যার ফলে ফেডারেল রিজার্ভসহ বিনিয়োগকারীরা বেসরকারি খাতের সূচকগুলোর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

এনটিভি অনলাইন ডেস্ক