তিন শতক ছোঁয়া নারী
এমা মোরানো হচ্ছেন সর্বশেষ জীবিত ব্যক্তি যিনি তিন শতক ছুয়েছেন। ১৯ শতকের তাঁর জন্ম। আজ মঙ্গলবার তাঁর ১১৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৮৯৯ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণকারী এই নারী বিশ্বের বয়স্ক জীবিত ব্যক্তি।
বলা হচ্ছে, মোরানোর এই দীর্ঘায়ুর গোপন রহস্য সম্ভবত ওষুধ সেবন না করা।
লেক ম্যাগিওরের ওপর উত্তর ইতালির ভারবানিয়া শহরে বসবাসকারী এমা মোরানো নিজ বাড়িতে গত মাসে বলেন, ‘আমি দিনে দুটি ডিম ও বিস্কুট খাই। কিন্তু আমি অন্য আর কোনো কিছু খাই না, কারণ আমার কোনো দাঁত নেই।’
আজ ভারবানিয়ায় অ্যাপার্টমেন্টে একটি চেয়ারে বসে এমা জন্মদিনের কেক কাটেন। সঙ্গে ছিলেন তাঁর দুই ভাতিজা, দুই পরিচর্যাকারী এবং তাঁর দীর্ঘদিনের চিকিৎসক। তিনি ইতালির প্রেসিডেন্টের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা কার্ড পেয়েছেন। সেটি এক কর্মকর্তা তাঁকে পড়ে শুনিয়েছেন। তাতে লেখা ‘প্রশান্তি এবং ভালো স্বাস্থ্য’ এবং রাষ্ট্রপরিচালিত টেলিভিশনে তাঁর জন্মদিনের একটি সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠান দেখানো হয়েছে। এ সময় তিনি আনন্দের সঙ্গে তাঁর প্রিয় বিস্কুটসহ নানা ধরনের উপহার গ্রহণ করেন। এই বিস্কুট তিনি দুধের সঙ্গে খেয়ে থাকেন। এরপর তিনি কেকের ওপর রাখা মোমবাতির আলো ফুঁ দিয়ে নেভান এবং কেক কাটেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমি এটি কাটতে পারব না।’
জন্মদিনে একত্রিত হওয়া শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে এমা বলেন, ‘আমার বয়স ১১৭ বছর হওয়ায় আমি খুব খুশি।’