বাবার সাড়ে ৯ লাখ কোটি টাকা ছেলের প্রত্যাখ্যান!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/14/photo-1481728388.jpg)
চীনের এক ধনী ব্যক্তি তাঁর ১২ হাজার ২০০ কোটি ডলারের (নয় লাখ ৫২ হাজার কোটি টাকা) সাম্রাজ্যের উত্তরাধিকারী খুঁজছেন। কারণ তাঁর ছেলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর বাবার সম্পদ নেবেন না। কারণ তিনি তাঁর মতো জীবন চান না!
দালিয়াং ওয়ান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াং জিয়ানলিন (৬২) জানান, তাঁর ২৮ বছর বয়সী ছেলে ওয়াং সিকং তাঁর শপিং সেন্টার, হোটেল, থিম পার্ক ও স্পোর্টস ক্লাবগুলোর দায়িত্ব নিতে চাচ্ছেন না। উদ্যোক্তাদের সাপ্তাহিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি উত্তরাধিকার পরিকল্পনা সম্পর্কে আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, কিন্তু সে আমাকে জানিয়েছে, সে আমার মতো জীবনযাপন করতে চায় না।’
চীনা ভাষা থেকে অনূদিত তাঁর বক্তব্য ওয়ান্ডা গ্রুপ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এই বক্তব্য অনুবাদ করেছে। ওয়াং বলেন, ‘সম্ভবত তরুণদের নিজেদের পছন্দ রয়েছে। সম্ভবত এটা পেশাদারি পরিচালকদের কাছে হস্তান্তর করা ভালো হবে। আমরা বোর্ড মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেব এবং কোম্পানি চালানোর জন্য তাদের খুঁজে নেব। আমাদের কাছে প্রার্থী হিসেবে বেশ কয়েকজন পেশাদারি পরিচালকের আবেদন রয়েছে। যাকে বাছাই করা হবে তাকে একজন ব্যবসায়িক নেতা হিসেবে প্রশিক্ষিত করা হবে।’
দক্ষিণ চীন মর্নিং পোস্ট জানিয়েছে, ওয়াং সিকং তাঁর বাবার সাম্রাজ্যে একজন পরিচালক। ব্যবসায় তাঁর মাত্র দুই শতাংশ অংশীদারত্ব রয়েছে। তিনি ২০১১ সালে প্রমিথিউস ক্যাপিটাল প্রতিষ্ঠা করেন এবং ইনভিকটাস গেমিং, ডাইনিং কনসেপ্ট হোল্ডিংসে বিনিয়োগ করেছেন। গত বছরের মে মাসে তাঁর প্রিয় কুকুর ওয়াং কেকের জন্য দুটি অ্যাপলের ঘড়ি কিনেছেন। ঘড়ি দুটি কেকের সামনের দুটি পায়ে পরানো হয়েছে।
ওয়েইবোতে সিকংয়ের দুই কোটি ১০ লাখ অনুসারী। তাঁর কুকুরেরও নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে। স্মার্ট ঘড়ি পরা কুকুরের ছবি পোস্ট করার পর চারিদিকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অ্যাপলের এই ঘড়ি দুটি চীনে ৮২০ পাউন্ড ও এক হাজার ৩০০ পাউন্ড, যা বড় বড় শহরগুলোর অফিসের শ্রমিকদের মাসিক বেতনের চেয়েও বেশি।
সিকং ব্রিটেনের স্কুলে পড়াশোনা করেন এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনে দর্শনের ওপর পড়াশোনা সম্পন্ন করেন।