ইউক্রেনকে ২০ কোটি ডলারের মানবিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের জন্য নতুন করে ২০ দশমিক পাঁচ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (১৬ জুন) ঘোষণা দেওয়া সহায়তার অর্থ দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন খাদ্য, খাবার পানি সংগ্রহ ও রাশিয়ার বিরুদ্ধে লড়তে পারবে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এই সহায়তা আমাদের অংশীদার এনজিওর মাধ্যমে বিতরণ করা হবে। এ ছাড়া যুদ্ধে পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের তাদের পরিবারের সঙ্গে ফের মিলিত করানোর জন্য কাজ করা হবে।’
ব্লিঙ্কেন বলেন, ‘আমরা রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধের জন্য আহ্বান জানাই। একইসঙ্গে ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানকারীদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার ও নিরাপদ এলাকায় যেতে ইচ্ছুকদের নিরাপদে যেতে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের পর থেকে ৬০ লাখের বেশি ইউক্রেনীয় নিজ দেশ ছেড়েছেন। অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হয়েছেন ৫০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

রুশ আগ্রাসনের পর থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া রুশ আক্রমণকে প্রতিহত করতে চার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা করেছে তারা।