যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ অবসানে সিনেটে সমঝোতা
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের জন্য একটি ‘স্টপগ্যাপ’ তহবিল প্যাকেজ এগিয়ে নেওয়ার জন্য ভোট চলছে। এই চুক্তির মাধ্যমে দেশের ইতিহাসের দীর্ঘতম ৪০ দিনের সরকারি অচলাবস্থার (শাটডাউন) অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরার।
এই অগ্রগতি এসেছে রোববার (১০ নভেম্বর) যখন মধ্যপন্থি ডেমোক্র্যাটদের একটি দল ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা ভর্তুকি শেষ করার বিষয়ে ভোট দেওয়ার প্রতিশ্রুতিতে রাজি হয়। এর বিনিময়ে জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম পুনরায় চালু করার জন্য একটি চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন হয়।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে শাটডাউন : অচলাবস্থা কাটাতে তৎপর সিনেটররা
প্যাকেজটিতে খাদ্য সহায়তা ও আইনসভা শাখাসহ সরকারের কিছু অংশের তহবিল সংগ্রহের বিল অন্তর্ভুক্ত ছিল, যা অর্থবছরের শেষ পর্যন্ত চলবে।
প্রায় আটজন ডেমোক্র্যাট প্যাকেজ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, ফলে সিনেট অচলাবস্থা ভাঙার জন্য প্রয়োজনীয় ৬০টি ভোট পেয়েছে।
আল জাজিরার মাইক হান্না বলেন, এই ভোটকে ‘ক্লোচার’ বলা হয়। একবার ৬০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতায় ক্লোচার ভোট পাস হলে পরবর্তী প্রতিটি ভোট সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নেওয়া হবে। এতে বিলটি পাস করা সহজ হবে বলে মনে হচ্ছে।
অগ্রগতির খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘মনে হচ্ছে আমরা শাটডাউন অবসানের খুব কাছাকাছি চলে এসেছি।’
চুক্তির পরবর্তী ধাপ
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে শাটডাউন, অচলাবস্থা এড়াতে সিনেটরদের দৌড়ঝাঁপ
সংশোধিত এই প্যাকেজটি এখনও প্রতিনিধি পরিষদে (হাউস) পাস হতে হবে এবং তারপর ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। এই প্রক্রিয়ায় বেশ কয়েক দিন সময় লাগতে পারে।
অচলাবস্থার গভীর প্রভাব
বর্তমানে ৪০তম দিনে থাকা এই অচলাবস্থার কারণে নিম্নলিখিত বিপর্যয়গুলো আরও গভীর হয়েছে :
ফ্লাইট বাতিল : ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটএয়্যার-এর তথ্য অনুসারে, রোববার পর্যন্ত বিমান পরিবহণ কর্মীর ঘাটতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও দেশ থেকে আসা কমপক্ষে দুই হাজার ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আট হাজারেরও বেশি ফ্লাইটের বিলম্ব হয়েছে। শিকাগো, আটলান্টা ও নিউইয়র্ক সিটি এলাকার বিমানবন্দরগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মচারী ও খাদ্য সহায়তা : প্রায় সাত লাখ ৫০ হাজার ফেডারেল কর্মচারীকে ছুটিতে রাখা হয়েছে এবং প্রায় ৪২ মিলিয়ন আমেরিকানদের (আটজনের মধ্যে একজন) খাদ্য সহায়তা ঝুঁকির মধ্যে পড়েছে। ট্রাম্প প্রশাসন রাজ্যগুলোকে জানিয়েছে, তারা এই মাসে বকেয়া তহবিলের ৬০ শতাংশের বেশি দিতে পারবে না।
স্বাস্থ্য ভর্তুকি নিয়ে বিতর্ক
সরকারের এই অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়েছিল ১ অক্টোবর। এর কারণ ছিল, খরচের বিষয়ে সিনেটের সদস্যরা একমত হতে পারেননি। তখন থেকে ডেমোক্র্যাটরা ১৪ বার ভোট দিয়ে সরকারি কার্যক্রম চালু করার বিরোধিতা করেছেন। তাঁদের দাবি ছিল, প্রথমে যেন স্বাস্থ্য বিমার খরচ কমানোর জন্য (সাশ্রয়ী মূল্যের যত্ন আইন বা এসিএ-এর অধীনে) ট্যাক্স ক্রেডিট বাড়ানো হয়।
ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনসহ ডেমোক্র্যাট দলের সদস্যরা এই চুক্তিকে সমর্থন করেছেন। কেইন বলেছেন, এই চুক্তির ফলে ‘সাশ্রয়ী মূল্যের যত্ন আইন’ (এইসএ)-এর অধীনে স্বাস্থ্য বিমার খরচ কমানোর বিষয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। একই সঙ্গে, এটি ফেডারেল কর্মীদের চাকরিচ্যুতি থেকে রক্ষা করবে এবং শাটডাউনের সময় আটকে থাকা তাদের বেতন ফিরিয়ে দেবে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল, দুর্ভোগ চরমে
তবে চেম্বারের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমারসহ অনেক সিনেট ডেমোক্র্যাট এই চুক্তির বিরোধিতা করছেন। শুমার ক্ষোভ প্রকাশ করেছেন যে, এটি স্বাস্থ্যসেবা ভর্তুকি সরাসরি বৃদ্ধি করার পরিবর্তে বাড়ানোর পক্ষে শুধু ভোটের প্রস্তাব দেয়। তিনি বলেন, আমি সরল বিশ্বাসে এই সিআরকে সমর্থন করতে পারি না যে স্বাস্থ্যসেবা সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।
হাউস ডেমোক্র্যাট ও সিনেটর বার্নি স্যান্ডার্সও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, এটি লাখ লাখ আমেরিকানের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’।
এদিকে, ট্রাম্প আবারও এসিএ স্বাস্থ্য বিমা বাজারের ভর্তুকি সরাসরি ব্যক্তিদের কাছে পাঠানোর মাধ্যমে প্রতিস্থাপনের জন্য চাপ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ অবশ্য মনে করেন যে, ট্রাম্পের এই প্রস্তাবের লক্ষ্য এসিএ-কে ধ্বংস করা।

এনটিভি অনলাইন ডেস্ক