ইউক্রেন ক্লাস্টার বোমা যথাযথ ব্যবহার করছে : যুক্তরাষ্ট্র
ইউক্রেন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা যথাযথভাবে ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, সেগুলো (ক্লাস্টার বোমা) রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থানে এবং তাদের অভিযানের বিরুদ্ধে ‘কার্যকরভাবে’ ব্যবহার করা হচ্ছে। খবর বিবিসির।
ক্লাস্টার বোমাগুলো থেকে একাধিক ছোট ছোট বোমা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। তাই বেসামরিক নাগরিকদের জন্য হুমকি থাকায় ১০০টির বেশি দেশ এটি নিষিদ্ধ করেছে। ইউক্রেনের গোলাবারুদ সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র তাদের ক্লাস্টার বোমা দিতে সম্মত হয়েছে।
ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে, বোমাগুলো শুধু তাদের শত্রু রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। কিরবি বলেন, ‘তারা (ইউক্রেন) সেগুলো যথাযথভাবে ব্যবহার করছে। তারা বোমাগুলো কার্যকরভাবে ব্যবহার করছে এবং সেগুলো আসলে রাশিয়ার প্রতিরক্ষামূলক গঠন ও কৌশলে প্রভাব ফেলছে।’
ইউক্রেন পাল্টা আক্রমণের সময় গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে বলে সতর্ক করার পর যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তকে ‘খুব কঠিন’ বলে অভিহিত করেছেন। দেশটির মিত্র যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও স্পেন ক্লাস্টার বোমা ব্যবহারের বিরোধিতা করেছে।
গত বছর বেসামরিক এলাকাসহ ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া একই ধরনের ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।
বোমা পাঠানোর মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের কাছেও একই ধরনের অস্ত্র রয়েছে। তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে (ক্লাস্টার বোমা) ব্যবহার করা হলে, সেগুলো ব্যবহার করা হবে।’
পূর্বাঞ্চলে অপারেশনের দায়িত্বে থাকা ইউক্রনের জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি গত সপ্তাহে বলেন, ‘শত্রুদের অবস্থানে সর্বোচ্চ ক্ষতি সাধনের জন্য’ তার বাহিনীর অস্ত্রের প্রয়োজন ছিল। তিনি বলেন, “আমরা খুব দ্রুত ফলাফল পেতে চাই, কিন্তু বাস্তবে এটি কার্যত অসম্ভব। এখানে যত বেশি সৈন্য মারা যাবে, রাশিয়ায় তাদের আত্মীয়রা তত বেশি সরকারকে জিজ্ঞাসা করবে ‘কেন’?”
তবে ইউক্রেনীয় জেনারেল যোগ করেন, ক্লাস্টার বোমা ‘আমাদের সব সমস্যার সমাধান করবে না’। তিনি স্বীকার করেন, ক্লাস্টার বোমার ব্যবহার বিতর্কিত। ‘যদি রাশিয়ার সেনা সেগুলো ব্যবহার না করত, সম্ভবত বিবেক আমাদেরও এটি করতে দিত না’, বলেন ইউক্রেনের এই সেনা কর্মকর্তা।