লেবাননকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি ইসরায়েলের
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হুমকি দিয়েছে ইহুদি দেশ ইসরায়েল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এমনটি করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) ইসরায়েলর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই হুমকি দেন। লেবাবন ও ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার সপ্তাহখানেক বাদেই গ্যালান্টের কাছ থেকে এ প্রতিক্রিয়া এলো।
আজ বুধবার (৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলের সম্প্রচার মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে গ্যালান্ট বলেন, ‘আপনারা ভুল করবেন না। আমরা যুদ্ধ চাই না। কিন্তু, আমরা আমাদের জনগণ, সৈন্য ও সার্বভৌমত্বকে রক্ষা করতে প্রস্তুত রয়েছি।’
হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসসান নাসরাউল্লাহকে উদ্দেশ্য করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আপনি আগে ভুল করেছিলেন। এর জন্য আপনাকে চড়া মূল্য দিতে হয়েছিল...যদি ওই এলাকায় নতুন করে সহিংসতা ছড়ায় তাহলে আমরা লেবাননকে প্রস্তর যুগে ফিরিয়ে নিব।’
সীমান্ত এলাকা পরিদর্শনের সময় গ্যালান্ট বলেন, ‘ইসরায়েল তার শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। যদি আমরা হামলা চালাই তবে হিজবুল্লাহ এবং লেবাননকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’
ইসরায়েলের এই হুমকির জবাবে এখন কোনো মন্তব্য করেনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা পাথরের সাহায্যে ব্যবহার্য জিনিসপত্র তৈরি করত বলে প্রত্নতত্ত্ববিদরা এই যুগের নাম দিয়েছেন ‘প্রস্তর যুগ’। প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে—পুরাপ্রস্তর যুগ (প্যালিওলিথিক), মধ্যপ্রস্তর যুগ (মেসোলিথিক), নব্যপ্রস্তর যুগ (নিওলিথিক)।
২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বেঁধেছিল। এরপর থেকেই এক পক্ষ আরেক পক্ষকে হুমকি দিয়ে আসছে। তবে, গত মার্চে ইসরায়েলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণের পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। বোমা বিস্ফোরণের জন্য হিজবুল্লাহকে দায়ী করছে ইসরায়েল কর্তৃপক্ষ। তবে, এর দায় স্বীকার করেনি সশস্ত্র গোষ্ঠীটি।
প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে হিজবুল্লাহকে সমর্থন করছে লেবাননের বেসামরিকরা।
গত রোববার ইসরায়েলের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে হিজবুল্লার ইস্যুটি উঠে আসে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১৩ এর তথ্য মতে, ওই বৈঠকে ইসরায়েলের সেনাবাহিনী মন্ত্রিসভাকে বলেছে, বর্তমান বাস্তবতায় হিজবুল্লাহর সঙ্গে সীমিত সংঘর্ষের অর্থ কী তা মূল্যায়ন করা কঠিন। সেনাবাহিনী হিজবুল্লাহর পরিকল্পনা জানার ওপর জোর দিয়েছিলেন।