জাকার্তার ১১ শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মাত্রাতিরিক্ত দূষণ বেড়েছে। দূষণ কমাতে শিল্প কারখানাগুলোর কার্যক্রম পরিচালনায় একটি মান নির্ধারণ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। তবে, সরকারি মান বজায় রাখতে না পারায় জাকার্তায় অবস্থিত ১১ শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। আজ সোমবার (২৮ আগস্ট) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ কয়েক মাস ধরেই জাকার্তার বায়ুর মান নিম্নগামী। সুইস এয়ার কোয়ালিটি অনুযায়ী, আগস্টের প্রথম দিকে বেশ কয়েকদিন জার্কাতার বায়ুর মান খারাপের দিকে সর্বোচ্চ অবস্থানে ছিল।
বায়ুর মান খারাপের জন্য সরকার প্রথম দিকে আবহাওয়ার পরিবর্তন ও যানবাহন থেকে নির্গত ধোঁয়াকে দায়ী করেন। তবে, সম্প্রতি সময়ে দেশটির কিছু মন্ত্রী স্বীকার করেন, রাজধানীর আশেপাশে থাকা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও কারখানা বায়ু দূষণের জন্য আংশিকভাবে দায়ী।
আজ এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়া পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরভায়া বকর বলেন, ‘আমরা প্রশাসনিকভাবে ১১টি শিল্প প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।’ তবে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা শিল্প প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করেননি তিনি। সিতি নুরভায়া বকর বলেন, ‘পরিদর্শনের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠানগুলো মান পূরণে ব্যর্থ হচ্ছে। তাদের এই সমস্যাগুলো সংশোধন করতে হবে।’
প্রশাসনিক নিষেধাজ্ঞায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে দেশটির সরকার এখনও কোনো রূপরেখা দেয়নি।
এএফপি জানিয়েছে, ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এমন একদিনে নিষেধাজ্ঞা দিল যে দিনই কি না প্রধানমন্ত্রী জোকো উইদুদ জার্কাতায় প্রথম এলিভেটেড রেলওয়ের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি ট্রাফিক জ্যাম ও দূষণ কমাবে।’
এদিকে, রাজধানীর বায়ুর মান উন্নয়নে জাকার্তার প্রশাসনে কাজ করা অর্ধেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। আগামী দুই মাস পর্যন্ত চলবে এ কার্যক্রম, যা গত সপ্তাহ থেকে চালু হয়েছে। তবে, কর্তৃপক্ষ বলছে, দপ্তরে প্রয়োজন নেই এমন সরকারি কর্মীরা বাড়ি থেকে কাজ করবে। আর এতে সরকারি পরিষেবা বাধাগ্রস্ত হবে না।