বায়ু দূষণে নয়াদিল্লিতে স্কুল বন্ধ
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর এখন ভারতের রাজধানী নয়াদিল্লি। শীতকাল শুরু হতে না হতেই শহরটিতে বায়ুদূষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দিল্লি সরকার দুদিনে জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, নয়াদিল্লির বায়ু দূষণের অবস্থার আরও অবনতি হচ্ছে। বৃহস্পতিবার শহরটির বাতাসের মান এই মৌসুমে প্রথমবারের মতো মারাত্মক পর্যায়ে নেমে গেছে। গবেষকদের ধারণা, আগামী দুই সপ্তাহের মধ্যে এই পরিস্থিতর আরও অবনতি হবে। দূষণে সৃষ্ট এই মারাত্মক পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির পরিবেশমন্ত্রী।
দূষণের জেরে স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ ও কাল শহরটির সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিবিসি বলছে, সাধারণ শীতের সময়ে নয়াদিল্লির পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। এর মূলে রয়েছে পার্শ্ববর্তী প্রদেশে ফসলের অবশিষ্ট পোড়ানো। বাতাসের মাধ্যমে ওই পোড়ানো ধোঁয়া রাজধানীতে প্রবেশ করে। এ ছাড়া উৎসবের সময় পটকা ও বাজি ফোটানোয় বায়ুর অবস্থা আরও খারাপ হয়ে যায়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যমতে, আজ বেলা ১১টার দিকে দিল্লির বায়ুর মান ছিল ৬৫৫।
একিউআই ৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে মধ্যম বা গ্রহণযোগ্য পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। আর শূন্য থেকে ৫০ এর মধ্যে একিউআই ভালো হিসেবে বিবেচিত হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং ৩০১ থেকে এর ওপরের একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।