গুগল ম্যাপ অনুসরণে ট্যাক্সি চালাতে গিয়ে তিনজন নিহতের অভিযোগ
গুগল ম্যাপ অনুসরণ করে চলছিল ট্যাক্সি। ভারতের গুরগাঁও থেকে যাচ্ছিল বরেলি। চালক দাতাগঞ্জ (বদাউন) থেকে ফারিদপুর হয়ে খাল্লপুর পর্যন্ত খুঁজছিলেন পথ। গুগল ম্যাপ তাদের নিয়ে যায় উত্তর প্রদেশের রামগঙ্গা নদীর ওপর একটি অসম্পূর্ণ সেতুর ওপর। সেখান থেকে ট্যাক্সি পড়ে যায় নদীতে। এতে মারা যান তিনজন।
ফারিদপুরের এসএইচও রাহুল সিং জানান, দুর্ঘটনাস্থল থেকে গুরগাঁওভিত্তিক একটি নিরাপত্তা কোম্পানির পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা হয়েছে—নিতিন কুমার (৩০), তার দুই ভাই অজিত কুমার (৩৫) ও অমিত কুমার (৩০)। নিতিন ও অজিত ফারুকাবাদের বাসিন্দা। তারা গুরগাঁওয়ের একটি সিকিউরিটি কোম্পানিতে চালক হিসেবে কাজ করতেন এবং অমিত মৈনপুরীর বাসিন্দা ছিলেন।
নিতিনের ভগ্নিপতি প্রমোদ কুমার জানান, তারা গুগল ম্যাপ দেখে পথ চলছিলেন। একপর্যায়ে অসম্পূর্ণ সেতু থেকে পড়ে যান। তার অভিযোগ, সেতুর রাস্তাটি বন্ধ রাখা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। গুগল ম্যাপেও সেতুটিকে সম্পূর্ণ দেখানো হয়েছে। তিনি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রশাসন জানায়, কয়েক মাস আগে বন্যায় ফারিদপুর অংশের সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ফারিদপুরের এসডিএম গুলাব সিং বলেন, "উত্তর প্রদেশ রাজ্য সেতু করপোরেশন লিমিটেড সেতুটি নির্মাণ করছে এবং বদাউনের দিক থেকে রাস্তা খোলা ছিল। আমরা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।