ঝড়ের সঙ্গে বন্যা, লিবিয়ার পূর্ব উপকূলে নিহত অন্তত দেড়শ
শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল এর প্রভাবে সৃষ্ট বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলে অন্তত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়। লিবিয়ায় আঘাত হানার আগে তুরস্ক, বুলগেরিয়া ও গ্রিসে আঘাত হেনেছিল ঝড়টি। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত লিবিয়ার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা দুর্যোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। ওইসব ভিডিওতে বিশাল কাদা ধস ও ধসে পড়া ভবন দেখা যায়। পাশাপাশি এলাকাগুলো কর্দমাক্ত জলের নিচে নিমজ্জিত রয়েছে।
পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ বলেন, ‘শুধুমাত্র ডেরনা শহরেই দুই হাজারেরও বেশি মানুষ মারা গেছে। নিখোঁজ রয়েছে হাজার হাজার।’ তবে, কোনো চিকিৎসা সূত্র বা জরুরি পরিষেবা এই ধরনের পরিসংখ্যান নিশ্চিত করেনি।
বেনগাজিভিত্তিক হামাদ প্রশাসনের মুখপাত্র মোহামেদ মাসউদ বলেন, ‘ড্যানিয়েলের জেরে হওয়া বৃষ্টি ও বন্যায় ডেরনা, জাবাল আল-আকদার প্রদশে ও আল-মার্জের উপকূলীয় এলাকায় অন্তত ১৫০ জন মানুষ নিহত হয়েছে। হতাহতের পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
এএফপি জানিয়েছে, এখনও শত শত মানুষ আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওইসব এলাকায় পৌঁছাতে পারছে না উদ্ধার কাজে অংশ সেনাবাহিনীরা। মাসউদ বলেন, ‘উদ্ধার অভিযানে অংশ নেওয়া ৯ সৈন্যের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পূর্ব লিবিয়া কর্তৃপক্ষ।’ উদ্ধার কমিটির প্রধান এবং অন্যান্য মন্ত্রীরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে ডেরনা ভ্রমণ করেছেন বলেও জানান এই মুখপাত্র।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তর্বর্তীকালীন হামাদ প্রশাসন ডেরনাকে ‘দুর্যোগের এলাকা’ বলে ঘোষণা করেছে। লিবিয়ার পশ্চিমাপন্থী সরকার দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বিপর্যয়ের জেরে সমস্ত লিবিয়ানদের ঐক্য হওয়ার জন্য আহ্বান জানান।
স্থানীয় সম্প্রচার মাধ্যম লিবিয়া আল-আহরারকে ডেরনা সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা শহরের পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে সংকট উত্তোরণে জাতীয় ও আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন বলে জানান তিনি। ওই কর্মকর্তা জানান, ত্রিপোলি থেকে ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল পূর্বে অবস্থিত ডেরনা শহরের মূল চারটি সেতু, দুটি ভবন ও দুটি ড্যাম ধসে পড়েছে। সম্প্রচার মাধ্যমগুলো থেকে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ওয়াদি নদীর তীরে অবস্থিত শহরটি পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। রাস্তা ও ভবনগুলো পানিতে পরিপূর্ণ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান মোহামেদ আল-মানফি প্রতিবেশী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন। ডেরনা, শাহাত ও আল-বায়দাকে দুর্যোগ কবলিত এলাকা বলে ঘোষণা করেছেন মানফি।
এএফপি বলছে, গত রোববার বিকেলে ঝড়টি পূর্ব লিবিয়ায় আঘাত হানে। বিশেষ করে উপকূলীয় শহর জাবাল আল-আখদারে জোরেশোরে আঘাত হানে ড্যানিয়েল নামের ঘূর্ণিঝড়টি। একইভাবে আঘাত হানে বেনগাজিতেও। ঘূর্ণিঝড়ের জেরে বেনগাজিতে কারফিউ ঘোষণা করা হয়। পাশাপাশি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।