সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি নিহত
স্বপ্নকে সঙ্গী করে ভাগ্যন্নোয়নে মাসখানেক আগে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন মো. হেলাল উদ্দিন। তবে, মাসখানেকের ব্যবধানে শেষ এই প্রবাসীর স্বপ্ন। এসি বিস্ফোরণে সৌদি আরবের রাজধানী রিয়াদে মারা গেছেন হেলাল।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রিয়াদের মাহয়েল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল চট্টগ্রাম জেলার বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগুয়ানপাড়ার মৃত মো. ইসহাক মিয়ার ছেলে। দুই সন্তানের এই বাবার মরদেহ এখন রিয়াদের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহতের ভাই মোহাম্মদ কায়সার জানান, গত ১২ আগস্ট জীবিকার তাগিদে হেলাল পাড়ি জমান সৌদিতে। গত বৃহস্পতিবার সকালে এসি বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে, হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।
হেলাল মরদেহ দেশে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তার পরিবার।