‘ড্রাগন বল’ অবলম্বনে থিম পার্ক করতে চায় সৌদি আরব
থিম পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। জাপানের বিখ্যাত কমিক সিরিজ ‘ড্রাগন বল’ এর গল্পের ওপর ভিত্তি করে তৈরি হবে এটি। যার মাঝখানে থাকবে ৭০ মিটার উঁচু একটি ড্রাগন। ব্যবস্থা করা হবে অন্তত ৩০টি রাইডের। সৌদি আরবের ঘোষণা সৃষ্টি করেছে সমালোচনার। সমালোচকরা দেশটির নিম্ন মানবাধিকার রেকর্ডের কথা উল্লেখ করছেন।
প্রকল্পের দায়িত্বে থাকা ফার্মের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, সৌদি আরবে এই প্রথম কোনো জনপ্রিয় মিডিয়া ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে পার্ক নির্মাণ হতে চলেছে, যেটা সারা বিশ্বে আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি (কিউআইসি) এই প্রকল্পের সব কিছুর দেখভাল করছে। কোম্পানিটি সম্পূর্ণরূপে সৌদি আরব সরকারের বিনিয়োগকৃত তহবিলের মালিকানাধীন। কিউআইসি এর সঙ্গে জাপানের তোয়েই অ্যানিমেশন এর ‘দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব’ রয়েছে। তোয়েই অ্যানিমেশন ‘ড্রাগন বল’ এর প্রডিউসার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পার্কটি পাঁচ লাখ বর্গমিটারের বেশি বড় জায়গার ওপর নির্মাণ করা হবে।