রাশিয়ার ‘ওয়ান্টেড’ এর তালিকায় আইসিসির প্রেসিডেন্ট
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। সোমবার (২৫ সেপ্টেম্বর) রুশ কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন হফমানস্কির। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নোটিশে বলা হয়েছে, রুশ ফেডারেশনের ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড তালিকায় পড়বেন পিওতর হফমানস্কি জোসেফ, যিনি কি না একজন পোলিশ।
কি কারণে আইসিসির প্রেসিডেন্টকে ওয়ান্টেড তালিকায় আনা হলো বা তার বিরুদ্ধে অভিযোগ কি সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানায়নি।
ইউক্রেনে যুদ্ধাপরাধ ও বেআইনিভাবে শিশুসহ বহু ইউক্রেনীয়কে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। পুতিনের পাশাপাশি একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার বিষয়ক প্রেসিডেন্ট মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করে আইসিসি।
এর প্রেক্ষিতে রাশিয়া আইসিসির আইনজীবী করিম খান ও বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া।
আইসিসির সদস্য দেশ নয় রাশিয়া। এমনকি, পুতিনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

এনটিভি অনলাইন ডেস্ক