গাজা ছাড়তে ইসরায়েলের নির্দেশ রোগীদের জন্য ‘মৃত্যুর শামিল’ : ডব্লিউএইচও
ফিলিস্তিনের গাজায় আটকে পড়াদের উপত্যকাটি ছাড়তে বলেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সেখানে আটকে পড়া ১১ লাখ মানুষকে দক্ষিণে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। সম্ভাব্য স্থলপথ হামলার জন্য এমনটি জানিয়েছে তারা। আর এমন নির্দেশকে রোগীদের জন্য ‘মৃত্যুর শামিল’ বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর আল-জাজিরার।
এদিকে, নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে গাজা ছাড়তে ইসরায়েলের সামরিক বাহিনীর নির্দেশকে অবাস্তব বলেছে জাতিসংঘ। তাদের মতে, দ্রুত সময়ের মধ্যে এতো মানুষের স্থানান্তর অসম্ভব। এর পরিণতি হতে পারে বিধ্বংসী। একই কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল।
আর ডব্লিউএইচওর মুখপাত্র তারিখ জাসারেভিক বলেন, ‘গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর নির্দেশ অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে ঝুঁকিপূর্ণ রোগীদের সরিয়ে নেওয়া অসম্ভব।’
গতকাল বৃহস্পতিবার জাসারেভিক বলেন, ‘গাজা হাসপাতালগুলোতে অনেক রোগী ভর্তি রয়েছে যাদের অবস্থা সংকটাপন্ন। তাদের একমাত্র ভরসা লাইফ সাপোর্ট। সেখান থেকে সরানো হলেই তাদের মৃত্যু অনেকটা নিশ্চিত। এর মানে দাঁড়ায়, রোগীদের সরানো তাদের মৃত্যু নিশ্চিত করা। স্বাস্থ্যকর্মীদের তা করতে বলা নিষ্ঠুরতার বাইরে।’
এদিকে, গাজার নিয়ন্ত্রণ রাখা সশস্ত্র সংগঠন হামাসের দাবি, উপত্যকাবাসীকে ইসরায়েলের সিদ্ধান্ত উপেক্ষা করতে বলার তথ্যটি ‘মিথ্যা’ প্রচারণা।
গাজার হাসপাতালগুলো ‘ব্রেকিং পয়েন্টে’ রয়েছে বলে আগেই সতর্ক করেছে ডব্লিউএইচও। স্বাস্থ্যকর্মীদের অনুমতি দেওয়ার জন্য এবং অসুস্থ ও আহতদের সরিয়ে নেওয়ার সুবিধার্থে একটি মানবিক করিডোর আহ্বান করেছে।