গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে : জাতিসংঘ প্রধান
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হয়েছে। এতে দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বিলম্বিত যুদ্ধ প্রতিক্রিয়ার কারণে সংস্থাটির ‘কর্তৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন’ হয়েছে।
গুতেরেসে ফোরামকে বলেছিলেন, ‘আমি একটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণার জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করেছি।’ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটোতে সফলতার মুখ দেখেনি সেই আহ্বান। গুতেরেস বলেন, ‘দুঃখজনকভাবে, নিরাপত্তা পরিষদ এটি করতে ব্যর্থ হয়েছে।’ যদিও তিনি বলেছেন, ‘আমি হাল ছাড়ব না।’
কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে আজ রোববার (১০ ডিসেম্বর) এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এক দিন আগেই গত শুক্রবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব তোলা হয়েছিল।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি এসব তথ্য জানিয়ে তাদের এক প্রতিবেদনে বলেছে. গাজায় দুই মাস যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছিলেন গুতেরেস। তিনি জাতিসংঘের সনদের খুবই কম ব্যবহৃত ৯৯ অনুচ্ছেদ জারি করেন। ওই অনুচ্ছেদ ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য হুমকি হতে পারে এমন যেকোনো বিষয়’ মহাসচিবকে কাউন্সিলের নজরে আনতে অনুমতি দেয়। যদিও এই নিয়মটি কয়েক দশক ধরে জাতিসংঘের কোনো প্রধান আহ্বান করেননি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত শুক্রবার (৮ ডিসেম্বর) জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের আগে একটি সতর্কবার্তায় ‘বিশ্ব পরিবার অকার্যকর’ বলে সতর্ক করছিলেন। জানিয়েছিলেন, দেশগুলোর মধ্যে বিভাজন বাড়তে থাকায় বিশ্ব সংঘাতের ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
‘আমরা আজকে বরং একটি অকার্যকর পরিবারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ’ বলে নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান গুতেরেস। তিনি বলেন, ‘বিভাজন বাড়ছে, উত্তেজনা বাড়ছে, এবং বিশ্বাস ক্ষয় হচ্ছে, যা একসঙ্গে বিভক্তির ভীতি বাড়াচ্ছে, এবং শেষ পর্যন্ত সংঘর্ঘে গড়াচ্ছে।’