ভুলে নিজেদের তিন জিম্মিকে হত্যা করল ইসরায়েলি সেনারা
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা হুমকি হিসেবে চিহ্নিত তিনজন জিম্মিকে ‘ভুলে’ গুলি করে হত্যা করেছে। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) গাজার পাশে শেজাইয়া যুদ্ধক্ষেত্রে সংঘর্ষের সময় সেনাবাহিনী ভুল করে তিনজন ইসরায়েলি পণবন্দিকে হুমকি হিসেবে চিহ্নিত করে। এর ফলস্বরূপ সৈন্যরা তাদের দিকে গুলি ছোড়ে। আর এতে তারা মারা যায়। খবর এএফপির।
বিয়োগান্তক এ ঘটনায় গভীর অনুশোচনা প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনা থেকে তাৎক্ষণিক শিক্ষা নেওয়া হয়েছে এবং এই বার্তা যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী নিহত এই জিম্মিদের পরিচয় প্রকাশ করেছে। তাদের মধ্যে ইয়োতাম হাইম ও আলোন শামরিজকে হামাসের ৭ অক্টোবরের হামলার সময় কিব্বুজ ফার আজা এলাকা থেকে অপহরণ করা হয়। অন্যজন হলেন সামের আল তালালকা, যাকে কিব্বুজ নির আম থেকে তুলে নেওয়া হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে ঘটনাকে ‘অসহনীয় বিয়োগান্তক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই রাতে পুরো দেশ শোক প্রকাশ করছে। এই কঠিন সময়ে আমার হৃদয় শোকার্ত পরিবারগুলোর সঙ্গে আছে।’
সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সামরিক বাহিনী এই ঘটনার দায় স্বীকার করছে। তিনি বলেন, ‘আমরা মনে করি, ওই তিন ইসরায়েলি হয় পালিয়ে এসেছিলেন বা সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিয়েছিল বন্দিদশা থেকে। আমরা এখনও এই ঘটনার বিস্তারিত জানতে পারিনি।’
ইসরায়েলি সরকারের হিসাব অনুসারে, ৭ অক্টোবর হামলা চালিয়ে হামাস ২৫০ জনকে অপহরণ করে নিয়ে যায় এবং এক হাজার ১৩৯ জনকে হত্যা করে।
অন্যদিকে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত ১৮ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সরকার বারবার বলে আসছে, সব পণবন্দিকে মুক্ত করে আনাই যুদ্ধে তাদের অন্যতম লক্ষ্য।