জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় চার ভারতীয় সৈন্য নিহত
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন সৈন্য। খবর এনডিটিভির।
বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায়, যখন ভারতীয় সেনাবাহিনীর দুটি যান রাজৌরির পুঞ্চ জেলায় দেরা কি গলি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা ওই দুটি যানে গুলিবর্ষণ করে।
দেরা কি গলি এলাকায় ভারতীয় সেনাবাহিনী বুধবার রাত থেকে অভিযান পরিচালনা করছিল। প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করছিল সেনাবাহিনী। হামলার ঘটনার পর থেকে সেখানে অভিযান চলছে।
এর আগে গত মাসে রাজৌরির কালাকোটে এলাকায় সেনাবাহিনী ও বিশেষ বাহিনীর যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান চলার সময় হামলায় দুজন ক্যাপ্টেনসহ পাঁচ সৈন্য নিহত হয়। গত কয়েক বছরে এই অঞ্চলটি সেনাসদস্যদের ওপর বিচ্ছিন্নতাবাদীদের বড় ধরনের হামলার কেন্দ্র হয়ে উঠেছে।
এ ছাড়া গত এপ্রিলে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় সেনাবাহিনীর ১০ সদস্য প্রাণ হারান। গত দুই বছরে এসব এলাকায় সন্ত্রাসবিরোধী তৎপরতায় ৩৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছে।