ইসরায়েলের হামলায় ২১ হাজার ফিলিস্তিনি শিশু নিখোঁজ
হামাস অধ্যুষিত গাজা উপতক্যায় গত বছরের ৭ অক্টোবর হামলা শুরু করে ইসরায়েল। এতে হামাস সেনাদের পাশাপাশি মারা গেছে বেসামরিক লোকজন। আবাসিক অঞ্চলে চলেছে ধ্বংসযজ্ঞ। এই ধ্বংসযজ্ঞ থেকে রেহায় মেলেনি নারী, এমনকি শিশুদেরও। অনেকে নিখোঁজও আছে।
সেভ দ্য চিলড্রেনের মতে, ইসরায়েলি হামলার শুরু থেকে এ পর্যন্ত ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। তারা এই শিশুদের খুঁজতে যুদ্ধ বিরোতির আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অপুষ্টিতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। কামাল আদওয়ান হাসপাতালে তারা মারা গেছে। এ নিয়ে ক্ষুধা ও তৃষ্ণায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১-এ।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে। সেখানে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় লড়াইয়ের তীব্রতা প্রায় শেষ। তবে, হামাসের সঙ্গে চুক্তির পরও যুদ্ধ চলবে।
অন্যদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ মে যে প্রস্তাব দিয়েছিলেন, নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।