ভারতীয় লোকসভার অষ্টাদশ অধিবেশন শুরু, শপথ নিলেন সদস্যরা
ভারতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার (২৪ জুন) নতুন সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। এদিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অধিবেশনে যোগ দেন। এমনকি, রাজনাথ সিং ও অমিত শাহও আজ সবার সঙ্গে এই অধিবেশনের শুরুতে ১৮তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেন।
নবনির্মিত এই সংসদ ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হলো সদস্যদের শপথ গ্রহণ পর্ব। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অস্থায়ী বা প্রোটেম স্পিকার হিসেবে ভর্তৃহরি মহতাবকে শপথবাক্য পাঠ করান। এরপর তিনি মোদিকে লোকসভার নেতা হিসেবে সদস্যের শপথবাক্য পাঠে আহ্বান জানান।
এনডিটিভি এসব তথ্যের পাশাপাশি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন হবে। পরের দিন ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
সাধারণ নির্বাচনের পর এটি ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন। এই নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি আসন পেয়েছে। অন্য ২৩৪টির মধ্যে কংগ্রেস পেয়েছে ১০০টি আসন।