যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভায় রুশনারা আলী
যুক্তরাজ্যের সংসদ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীকে গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির সরকারি ওয়েবসাইট গভ ডট ইউকে তাদের নতুন মন্ত্রীদের নিয়োগ বিষয়ে এক প্রেসরিলিজে এ তথ্য জানিয়েছে।
রুশনারা আলী লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও এমপিরা পার্লামেন্ট অধিবেশনে শপথ নেওয়ার পর রাজা তৃতীয় চার্লস বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য প্রকাশ করে।
বেথনাল গ্রিন ও বো আসনে ২০১০ সাল থেকে টানা চার মেয়াদে লেবার পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন রোশনারা আলী। এবার এই আসনের নাম ও সীমানা পরিবর্তিত হলেও জয়ী হন তিনি।
এ ছাড়া যুক্তরাজ্যের আর্থিক সেবাখাত তত্ত্বাবধানের দায়িত্ব পালনের লক্ষ্যে দেশটির ‘সিটি মিনিস্টার’ হিসেবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক।