৫৯ বছরে অষ্টমবারের মতো বাবা হলেন বরিস জনসন
ফের বাবা হয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। সাবেক এই প্রধানমন্ত্রীর সহধর্মিণী ক্যারি আজ মঙ্গলবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে এই দম্পতির ঘরে তিন সন্তানের জন্ম হয়েছে। আর আগের স্ত্রীর ঘরে জনসনের চার সন্তান ও বিবাহ বহির্ভূত সম্পর্কে আরও এক সন্তান রয়েছে। এ নিয়ে মোট আট সন্তানের বাবা হলেন ৫৮ বছর বয়সী জনসন। ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতক সন্তানের ছবি নিয়ে একটি পোস্ট করেছেন ক্যারি। ওই পোস্টের ক্যাপশনে ক্যারি লেখেন, ‘বিশ্বে স্বাগতম ফ্রাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসন। ৫ জুলাই সকাল ৯.১৫ মিনিটে তার জন্ম।’
প্রাচীন গ্রীক পুরাণের জনসনের সুপরিচিত প্রেমের রেফারেন্স দিয়ে রসিকতা করে এই মা পোস্টে আরও লেখেন, ‘আপনি কি অনুমান করতে পারেন আমার স্বামী কোন নামটি বেছে নিয়েছেন?! আমি ঘুমন্ত শিশুদের প্রতি মিনিটে ভালবাসি। আমার বড় দুই সন্তানকে তাদের নতুন ভাইকে আনন্দ ও উত্তেজনার সঙ্গে আলিঙ্গন করতে দেখে বিস্ময় হয়েছি। বিষয় হয়েছে। আমরা সবাই উৎসাহিত।’
জনসন ও ক্যারি দম্পতির প্রথম ছেলে উইলফ্রেড। ২০২০ সালের এপ্রিলে তার জন্ম। সেই সময় অতিমারী করোনায় আক্রান্ত হয়ে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জনসন। এই দম্পতির দ্বিতীয় সন্তান অর্থাৎ, মেয়ে রোমির জন্ম হয় ২০২১ সালের ডিসেম্বরে। তখনও প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন বরিস।
গত বছর থেকেই পতন হচ্ছিল বরিসের। এর জেরেই প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করেন তিনি। অতিমারীর সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় বরিস জনসন লকডাউনের আইন ভেঙে ডাউনিং স্ট্রিটে পার্টি করার অভিযোগে গত মাসে পার্লামেন্ট থেকেও পদত্যাগ করে।
ব্যক্তিগত জীবনেও বিতর্ক রয়েছে বরিস জনসনের। ক্যারি তার তৃতীয় স্ত্রী। সাবেক প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা ওয়লেরের ঘরে চার সন্তান রয়েছে। এ ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্কে বরিসের আরও একটি সন্তান রয়েছে।