যুদ্ধ বন্ধের সব পথ রুদ্ধ করেছেন নেতানিয়াহু, হামাসের অভিযোগ
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণকে ‘মিথ্যায় পরিপূর্ণ’ হিসেবে অভিহিত করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, তিনি যুদ্ধবিরতির বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। হামাস আরও বলেছে, নেতানিয়াহু যুদ্ধ বন্ধের সব ধরনের তৎপরতাকে ব্যর্থ করে দিয়েছেন। পাশাপাশি তিনি পণবন্দিদের মুক্তির বিষয়ে চুক্তির পথকেও বন্ধ করে দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
এদিকে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের আইপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় গাজা যুদ্ধের বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ লোকজন। এ ছাড়া তারা পণবন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতির লক্ষ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্যও তাদের ক্ষোভ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের সিনেটর ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণকে মার্কিন কংগ্রেসে কোনো বিদেশি প্রতিনিধির দেওয়া ‘সবচেয়ে খারাপ উপস্থাপন’ হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে সম্প্রতি শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে কমপক্ষে ১২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় শহরটি ছেড়ে পালিয়েছে দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি।
গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ১৪৫ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। এ ছাড়া আহত হয়েছে আরও ৯০ হাজার ২৫৭ জন। অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় নিহত হয় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি। এ ছাড়া বেশকিছু ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস, যাদের মধ্যে বেশ কিছু লোক এখনও তাদের হাতে বন্দি রয়েছে।