ড. ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/09/paakistaan_abhindn_thaamb.jpg)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর স্বাক্ষর করছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি : এএফপি
বাংলাদেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ১৯৭১ সালে আলাদা হয়ে যাওয়া দেশ দুটোর মধ্যে সম্পর্ক আগামীতে আরও গভীর হবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/09/paakistaan_abhinndn.jpg)
বার্তায় শাহবাজ শরিফ লেখেন, ‘অধ্যাপক ইউনূসকে আন্তরিক অভিনন্দন। তাঁর নির্দেশনায় বাংলাদেশের সম্প্রীতি ও সমৃদ্ধির ভবিষ্যৎ যাত্রায় সর্বোচ্চ সাফল্য কামনা করছি। আগামী দিনগুলোত বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরও গভীর করতে তার সঙ্গে কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’