মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/25/intrnational.jpg)
কয়েক দিন ধরে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতাদের পাশাপাশি সংগঠনটির শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ সম্প্রতি তাদের নেতাদের হত্যা এবং সংগঠনের সদস্যদের ব্যবহৃত যোগাযোগযন্ত্রে বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করে আসছে। এর জেরে দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে ইসরায়েলের তেল আবিবের কাছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট নিক্ষেপ হয়েছে বলে দাবি করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির যোদ্ধারা আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) একটি রকেট ছোড়েন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করছে বলে শনাক্ত হয়। স্থল থেকে স্থলে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটিকে রুখে দেয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তখন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বাজানো হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/09/25/mosad_in.jpg)
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, এ ঘটনার পর দেশটির মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা-সংক্রান্ত নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শশানি বলেন, লেবাননের একটি গ্রাম থেকে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের দিকে যাচ্ছিল। তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল। ওই এলাকায় মোসাদের সদর দপ্তর নেই।