চার দিনে যুক্তরাষ্ট্রে শত শত ‘অবৈধ অভিবাসী’ গ্রেপ্তার-বিতাড়িত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার দিনেই ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শত শত অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়েছেন।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোষ্টে বলেছেন, "ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং "শত শত" অভিবাসীকে সামরিক বিমানে করে বিতাড়িত করা হয়েছে।
ক্যারোলিন আরও বলেন, "অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চলছে। প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে।"
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়ম পুনর্গঠনে নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে।
তিনি দক্ষিণ সীমান্তে "জাতীয় জরুরি অবস্থা" ঘোষণা করে আরও সৈন্য মোতায়েনের আদেশ দিয়েছেন এবং "অপরাধী অভিবাসীদের" বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক শহরের মেয়র রাস জে. বারাকা এক বিবৃতিতে জানান, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা একটি স্থানীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নথিপত্রবিহীন বাসিন্দা ও কিছু নাগরিককে আটক করেছে, তবে তাদের কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়নি।
সপ্তাহের শুরুতে রিপাবলিকান নেতৃত্বাধীন মার্কিন কংগ্রেস বিদেশি অপরাধী সন্দেহভাজনদের জন্য বিচারপূর্ব আটকাবস্থা বাড়ানোর একটি বিল অনুমোদন করেছে।