যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে দেরি করছে ইসরায়েল, অভিযোগ হামাসের
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল বিলম্ব করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
আজ রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত একজন নিহত হন। একই সময়ে হামাস অভিযোগ করেছে, অস্ত্রবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে ইসরায়েল দেরি করছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, একজন নারী বেসামরিক বন্দীর মুক্তিতে হামাসের দেরি করায় ফিলিস্তিনিদের গাজা উত্তরে ফিরে যেতে বাধা দিচ্ছে ইসরায়েল। এই বিরোধ এমন এক সময়ে সামনে এলো যখন যুদ্ধবিরতি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং শনিবার চারজন ইসরায়েলি সৈন্যের বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছে।
এদিকে, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা জেনিন শহর এবং এর আশেপাশের এলাকায় চালানো সামরিক অভিযানের সময় অন্তত দুইজনকে হত্যা করেছে, যাদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ২৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এক লাখ ১১ হাজার ৪৭২ জন আহত হয়েছে।
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।