ইইউ ও যুক্তরাজ্যের ওপরও শুল্ক আরোপের পথে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক “নিশ্চিতভাবেই কার্যকর হবে।” তিনি যুক্তরাজ্যের (ইউকে) বিরুদ্ধেও শুল্ক আরোপের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বলেছেন, দেশটি “অতিরিক্ত কিছু” করছে, তবে এই পরিস্থিতি “সমাধান করা সম্ভব।” খবর বিবিসির।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক “খুব শিগগিরই” কার্যকর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে “চরমভাবে সুবিধাবঞ্চিত” করেছে।
ট্রাম্প বলেন, “তারা আমাদের গাড়ি নেয় না, আমাদের কৃষিজাত পণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না, আর আমরা তাদের কাছ থেকে লাখ লাখ গাড়ি, বিপুল পরিমাণ খাদ্য ও কৃষি পণ্য গ্রহণ করি।”
বিবিসির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক না হলেও, “এটি খুব শিগগিরই হবে।”
ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রকে প্রায় সব দেশই ঠকিয়েছে। আমাদের প্রায় সব দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে—সব দেশের সঙ্গে নয়, তবে বেশিরভাগের সঙ্গেই। এটি বদলাতে হবে। এটি অন্যায্য হয়েছে।”
যুক্তরাজ্যের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার “খুব ভালো ব্যবহার করছেন” এবং তাদের সম্পর্ক “ভালোভাবেই এগোচ্ছে।”
এ ছাড়া আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তিনি মেক্সিকো এবং কানাডার নেতাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, ট্রাম্প ইতোমধ্যে মেক্সিকো এবং কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ কর আরোপের ঘোষণা দিয়েছেন, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
এদিকে, ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মেক্সিকো ও কানাডা পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা নিয়েছে।
চীন জানিয়েছে, তারা “সমপরিমাণ প্রতিক্রিয়া” দেবে এবং এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করার পরিকল্পনা করছে।