যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ : নিহত ১, আহত ৩
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেলে প্লেন দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, গায়ক ভিন্স নিলের মালিকানাধীন একটি বিজনেস জেটের সঙ্গে পার্ক করে রাখা আরেকটি প্লেনের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। নীলের প্রতিনিধি ওররিক রবিনসন চতুর্থ এক বিবৃতিতে জানান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় নীলের বিমানে দুই পাইলট এবং দুই যাত্রী ছিলেন। এ সময় নীল নিজে বিমানে ছিলেন না।
স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও জানিয়েছেন, দুর্ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে হাসপাতালে নেওয়া হয় এবং একজন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।