গাজায় ইসরায়েলি হামলায় ১১ দিনে নিহত ৯২১

যুদ্ধ বিরতি ঘোষণার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন করে হামলায় ৯২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইল বড় ধরনের হামলা শুরুর পর থেকে গত ১১ দিনে ৯২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহতের তালিকায় ২৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ২৭৭ জনে পৌঁছেছে।
এদিকে, আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার খাদ্যের মজুত প্রায় শেষ। আর মাত্র দুই সপ্তাহের খাবার অবশিষ্ট রয়েছে, যেখানে লাখ লাখ মানুষ ক্ষুধার জ্বালায় ধুঁকছে, অপুষ্টিতে ভুগছে।
ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় সংস্থাটির কাছে মাত্র পাঁচ হাজার ৭০০ টন খাদ্য মজুত রয়েছে, যা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ ধরে কার্যক্রম চালানো যেতে পারে।
ডব্লিউএফপি জানায়, খাদ্য নিরাপত্তায় কাজ করা অন্যান্য সংস্থাগুলোর মতো তারাও তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় নতুন করে খাদ্যের চালান আনতে পারেনি।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের ওপর চাপ সৃষ্টির জন্যই এই অভিযান চালানো হচ্ছে। এতে গাজার মাটিতে ঝরছে সাধারণ মানুষের রক্ত, তাদের কান্নায় ভারী হচ্ছে আকাশ। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হন ৫০ হাজার ২৭৭ জন গাজাবাসী, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।