ভারতে দেবীযাত্রায় পদদলিত হয়ে নিহত ৬, আহত ৫০

ভারতের গোয়ার শিরগাঁওয়ের এক মন্দিরে বার্ষিক লৈরাই দেবী যাত্রা (মিছিল) চলাকালে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার (৩ মে) ভোরে গোয়ার রাজধানী পানাজি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীদেবী লৈরাই মন্দিরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল ধর্মীয় সমাবেশে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্তের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড় থেকে পালাতে গিয়ে অনেকেই বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়েন। এ সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ এখনও পদদলিত হওয়ার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত ভিড় ও ভিড় নিয়ন্ত্রণের অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মোদির কার্যালয় থেকে এক পোস্টে বলা হয়েছে, ‘শিরগাঁওয়ে পদদলিত হওয়ার ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে।’
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, তিনি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। ঘটনাস্থলে পাঁচটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এর মধ্যে তিনটি আসিলোতে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আরও তিনটি প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে লৈরাই দেবী যাত্রা অনুষ্ঠিত হয়। এটি দেবী লৈরাইকে উৎসর্গীকৃত, যিনি দেবী পার্বতীর রূপ এবং গোয়ার লোককথায় সাত বোন দেবীর একজন হিসেবে পূজিত হন। এই উৎসবটি তার বিশেষ আচার-অনুষ্ঠানের জন্য পরিচিত, যার মধ্যে ‘অগ্নিদিব্য’ (আগুনে হাঁটা) অন্যতম। এই অনুষ্ঠানে ‘ধোঁদ’ নামে পরিচিত ভক্তরা জ্বলন্ত কয়লার ওপর খালি পায়ে হেঁটে আশীর্বাদ লাভ করেন। গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটক থেকে প্রতি বছর হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশ নেন।