তরুণীদের ‘খালেগি’ নৃত্যে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানাল আমিরাত

মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ মে) বিমানবন্দরে আমিরাতের মেয়েরা খোলা চুলের ঐতিহ্যবাহী খালেগি নৃত্যে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান। এরপরই দেশটির মেয়েরা তাদের ঐতিহ্যবাহী ভঙিমায় চুল খোলা রেখে মাথা ঝাঁকিয়ে নৃত্য পরিবেশন করে মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানান। ট্রাম্পের যোগাযোগ উপদেষ্টা মার্গো মার্টিন এই অভ্যর্থনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন।
ঠিক একই দিনে মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে গাজা উপত্যকায় ‘নাকবা দিবসের’ ৭৭তম বার্ষিকী পালিত হচ্ছে। এই দিনটিতে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর গতকাল বুধবার রাতের বিমান হামলায় ১০৩ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গত ১৯ মাস ধরে চলা অব্যাহত বোমা হামলায় এই মৃতের সংখ্যা আরও বাড়ছে।

নাকবা দিবস, যা ‘মহাবিপর্যয়’ নামে পরিচিত, প্রতি বছর ১৫ মে পালিত হয়। এই দিনে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জায়নবাদী গোষ্ঠীগুলোর হাতে সাড়ে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়। ফিলিস্তিনিরা তাদের অধিকার, বিশেষ করে উদ্বাস্তুদের ফিরে আসার অধিকার এবং স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের জন্য দিনটিকে স্মরণ করে।
আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম দেইর এল-বালাহ থেকে জানান, গাজায় এটি ‘আরেকটি রক্তাক্ত দিন’। তিনি বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিস শহরে কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই ৯টি বাড়িতে সরাসরি হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে।