জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত, আহত বহু
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
দেশটির পুলিশের বরাত দিয়ে আজ সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
রেল অপারেটর ডয়চে বান জানায়, স্টুটগার্টের কাছে রিডলিংগেন এলাকায় অজ্ঞাত কারণে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার আগে ওই এলাকায় ঝড় বয়ে গিয়েছিল।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বনাঞ্চল ঘেরা একটি এলাকায় ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবহনমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং উদ্ধারকারী দলকে সর্বাত্মক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।
উল্ম পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে তিনজন নিহত এবং অন্যান্য যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ট্রেনের বগিগুলো উল্টে পড়ে আছে এবং ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ব্যস্ত। ঘটনাস্থলে বেশ কিছু গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।
ডয়চে বান জানিয়েছে, ট্রেনটি সিগমারিংগেন থেকে উল্ম রুটে চলাচল করছিল।
এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট নয়। আমরা নিহতদের এবং যারা এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি গভীর সহানুভূতি জানাই।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ।

এনটিভি অনলাইন ডেস্ক