দুই বছরের শিশুকে আটক করল আইসিই সদস্যরা
আইসিইর দুই সদস্য। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে দুই বছরের এক শিশুকন্যা এবং তার বাবাকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সদস্যরা।
আজ শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ওই শিশু কন্যা ও তার বাবাকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এলভিস জোয়েল টিই ও তাঁর দুই বছরের মেয়ে বৃহস্পতিবার বেলা একটার দিকে দোকান থেকে ফিরছিলেন। তখন তাঁদেরকে আটক করা হয়।
পরিবারের আইনজীবীরা অভিযোগ করেছেন, আইসিই সদস্যদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না।
শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় একজন আইসিই সদস্য গাড়ির জানালার কাচ ভেঙে ফেলেন। শিশুটির বাবা শিশুকে তার মায়ের কাছে দিয়ে আসতে চাইলে আইসিই সদস্যরা বাধা দেন। ইমিগ্রেশন গাড়িতে করে শিশুটিকে নিয়ে যাওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক