নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত। খবর সিএনএনের।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সকালে নিউইয়র্ক সিটির মিডটাউনে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত। তার নাম দিদারুল ইসলামের (৩৬)।
নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ নিহত ওই কর্মকর্তাকে দিদারুল ইসলাম হিসেবে শনাক্ত করেছেন। তিনি জানান, দিদারুল ইসলামের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মেয়র অ্যাডামস আরও জানান, দিদারুল ইসলাম সাড়ে তিন বছর ধরে এই পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি এই শহরকে ভালোবাসতেন ও আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন, তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী ও একজন ধার্মিক ব্যক্তির মতো জীবনযাপনে বিশ্বাসী ছিলেন।