হবু শ্বশুর বেতন জানতে চাওয়ায় বিয়ে ভেঙে দিলেন তরুণ

বিয়ের শুরুতেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। এক হবু শ্বশুর তাঁর মেয়ের হবু জামাইয়ের কাছে মাসিক বেতন জানতে চাইলেন। এই ‘অতিরিক্ত’ আবদারে রেগে গিয়ে ওই যুবক শেষ পর্যন্ত বিয়েটাই ভেঙে দিলেন। এই ঘটনা এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জর্ডানের রাজধানী আম্মানে এক হবু শ্বশুর তার মেয়ের হবু জামাইয়ের কাছে ছয় মাসের বেতনের হিসাব আর পুলিশের ছাড়পত্র চেয়েছিলেন। শ্বশুরের এই দাবি যুবক মানতে নারাজ। ফলে শেষ পর্যন্ত ভেঙে গেল বাগদান।
স্থানীয় গণমাধ্যমগুলো বরের ‘অস্বাভাবিক’ দাবিতে হতাশা প্রকাশ করেছে। জানা গেছে, বিষয়টি এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে গড়ায়, যার পরই ওই যুবক বিয়ের প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করে নেন।

এই ঘটনাটি জর্ডানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমনিতেই ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও উচ্চ বেকারত্বের কারণে দেশটিতে অনেকের জন্য বিয়ে করা কঠিন হয়ে উঠেছে। এই ঘটনার পর এমন ‘অতিরিক্ত’ দাবির যৌক্তিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।