গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জনের প্রাণহানি

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এতে গাজা উপত্যকা জুড়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৬৯ জন অবরুদ্ধ গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন। গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।
গাজা সিটিতে ইসরায়েলের বড় ধরনের আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় অর্ধেক জনসংখ্যা (প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ) প্রধান এই নগর কেন্দ্র ছেড়ে পালিয়ে গেছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বোমাবর্ষণ ও দূরবর্তী নিয়ন্ত্রিত রোবট ব্যবহারের কারণে গাজা সিটির আকাশ কালো ধোঁয়ায় ভরে গেছে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা তার জীবদ্দশায় দেখা ‘সবচেয়ে খারাপ স্তরের মৃত্যু ও ধ্বংস’ অনুভব করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের দ্বারা ‘ভয়ভীতি প্রদর্শন’ না করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের আক্রমণে কমপক্ষে ৬৫ হাজার ২০৮ জন নিহত ও এক লাখ ৬৬ হাজার ২৭১ জন আহত হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলের মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।