পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে বড় ধরনের সংঘর্ষে আফগানিস্তানে ৯ জন ও পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। খবর এএফপির।
তালেবান বাহিনী শনিবার গভীর রাতে এই হামলা চালায়। তাদের দাবি, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে কাবুলে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার বদলা নিতেই তারা এই হামলা করেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই নিহতের সংখ্যা দাবি করেন। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি। এএফপিও হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
মুজাহিদ আরও জানান, সৌদি আরব, ইরান ও কাতারের মধ্যস্থতার ফলে আমরা মধ্যরাতে প্রতিশোধ গ্রহণ বন্ধ করেছি, যদিও রোববার ভোরে পাকিস্তানি সেনারা আফগান বাহিনীর ওপর আক্রমণের অভিযোগ এনেছে তালেবান।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আফগানিস্তানের উসকানির তীব্র নিন্দা করেছেন। তিনি তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘সন্ত্রাসী উপাদান’ দ্বারা তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ করে বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না, প্রতিটি উসকানির একটি শক্তিশালী ও কার্যকর জবাব দেওয়া হবে।
সংঘর্ষের পর দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। ইসলামাবাদ দাবি করে, টিটিপি আফগান মাটি থেকে কার্যক্রম পরিচালনা করে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সম্প্রতি বলেছেন, টিটিপিকে সমর্থন বন্ধ করার জন্য তালেবানদের বোঝানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পাকিস্তানের ধৈর্য ফুরিয়ে গেছে।