আটটি যুদ্ধ বন্ধ করেছি, যুদ্ধ বন্ধে আমি পারদর্শী : ট্রাম্প

গাজা যুদ্ধসহ মোট আটটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এবার তিনি আফগানিস্তান ও পাকিস্তানের সংঘাত সমাধানের দিকে মনোযোগ দেবেন। নিজেকে ‘যুদ্ধ সমাধানে পারদর্শী’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। খবর দ্য হিন্দুস্থান টাইমস।
আজ সোমবার (১৩ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা শেষে জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল যাওয়ার পথে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প আফগানিস্তান-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বলেন, ‘আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আমি বলেছিলাম, ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আরেকটি যুদ্ধ বন্ধ করছি। কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী।’
মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দাবি পুনর্ব্যক্ত করে বলেন, শান্তি প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ সমাধান ও জীবন বাঁচাতে সাহায্য করা একটি ‘সম্মানের’ বিষয়। ট্রাম্প বলেন, ভারত, পাকিস্তানের কথা ভাবুন... এছাড়া একটি যুদ্ধ ৩১, একটি ৩২, একটি ৩৭ বছর ধরে চলেছিল, প্রতিটি দেশে লাখ লাখ মানুষ নিহত হয়েছিল। আমি বেশিরভাগ ক্ষেত্রেই একদিনের মধ্যেই প্রতিটি যুদ্ধ শেষ করে দিয়েছি। এটা বেশ ভালো।

ট্রাম্পের এই মন্তব্যের সময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিদ্যমান ছিল। কাবুলে পাকিস্তানি বিমান হামলার জবাবে তালেবান বাহিনী দুই দেশের সীমান্তে তীব্র গোলাগুলি চালায়। আফগানিস্তান দাবি করেছে, তাদের বাহিনী ৫৮ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে, অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, তাদের বাহিনী সীমান্তে প্রায় উনিশটি আফগান পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে। এই সংঘর্ষের কারণে রোববার দুই দেশের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়।
নোবেল শান্তি পুরস্কারের আশা ভেঙে যাওয়ার পরই ট্রাম্প এই বিবৃতি দেন।
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ন্যায্যভাবে বলতে গেলে, এই পুরস্কারটি ছিল ২০২৪ সালের জন্য নির্বাচিত। তবে, অনেকে বলছেন যে, ব্যতিক্রম হিসেবে এটি দেওয়া যায়, কারণ ২০২৫ সালে অনেক দারুণ ও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে (যেমন গাজায় যুদ্ধবিরতি)। আমি পুরস্কারের জন্য কাজ করেননি, বরং মানুষের জীবন বাঁচানোর জন্য এসব করেছি।’