নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাটিও রাজ্যের দুটি গ্রামে পৃথক হামলায় অন্তত ১৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় একজন রেড ক্রস কর্মকর্তা এ তথ্য জানান। লাগোস থেকে এএফপি এ খবর জানিয়েছে।
রেড ক্রসের প্লাটিও শাখার সেক্রেটারি নুরুদ্দিন হাসান মাজাজি জানান, মঙ্গলবার রাতে বারকিন লাদি জেলার রাখাস ইয়েলওয়া গ্রামে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। একই রাতে রাওরু গ্রামে আরেকটি হামলায় আরও দুজন নিহত হন।
বারকিন লাদি কাউন্সিলের চেয়ারম্যান স্টিফেন পওজক এই হামলাকে ‘দুঃখজনক, অযৌক্তিক ও তীব্র নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।
তিনি আরও জানান, দুটি হামলায় ১৪ জনের প্রাণহানি একেবারেই অগ্রহণযোগ্য।
দীর্ঘদিন ধরে মধ্য নাইজেরিয়ায় ভূমি ব্যবহার নিয়ে যাযাবর পশুপালক ও স্থানীয় কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
যার মূল কারণ জমির সংকট ও পশুর চারণভূমি কমে যাওয়া। সাধারণত মুসলিম ফুলানি জাতিগোষ্ঠীর যাযাবর পশুপালক এবং খ্রিস্টান কৃষকদের মধ্যে এই দ্বন্দ্ব বেশি হচ্ছে। এ ছাড়া সশস্ত্র দস্যুদের হামলাও এই অঞ্চলে নিয়মিত ঘটনা।
চলতি বছরের শুরুরদিকে প্লাটিও রাজ্যে একের পর এক গণহত্যার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
রাজ্য সরকার এসব হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।