রেকর্ড গড়ার পর কমল স্বর্ণের দাম
গত কয়েক সপ্তাহ ধরে অবিশ্বাস্যভাবে দাম বাড়ার পর মূল্যবান ধাতুর বাজারে বড় ধরনের পতন হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দাম এমনভাবে কমেছে যে, গত পাঁচ বছরের মধ্যে একদিনে এত পতন আর হয়নি। খবর রয়টার্সের।
এর প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, দাম যখন রেকর্ড উচ্চতায় ছিল, তখন বিনিয়োগকারীরা সুযোগ বুঝে তাদের লাভ তুলে নিতে (মুনাফা করতে) স্বর্ণ বিক্রি করে দিয়েছেন।
মূলত ডলারের মূল্য বৃদ্ধি ও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমা এই পতনের প্রধান কারণ। মঙ্গলবার পর্যন্ত স্পট গোল্ড ৫ দশমিক ৫ শতাংশ কমে এক সপ্তাহের প্রতি আউন্স সর্বনিম্ন চার হাজার ১১৫ দশমিক ৮৩ ডলার দাঁড়িয়েছে, যা ২০২০ সালের আগস্ট মাসের পর থেকে স্বর্ণের সবচেয়ে তীব্র দৈনিক পতন।
এর আগে সোমবার (২০ অক্টোবর) দাম সর্বকালের সর্বোচ্চ চার হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। ডলার সূচক ০.৪ শতাংশ বাড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
একজন বিশ্লেষক বলেছেন, সাধারণ বাজারে ঝুঁকি গ্রহণের আগ্রহ বাড়লে নিরাপদ ধাতুর প্রতি চাহিদা কমে যায়।
সোনার পাশাপাশি স্পট সিলভার, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামেও তীব্র পতন হয়েছে।
ব্যবসায়ীরা এখন আগামী শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিতব্য মার্কিন ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন।
বাজারের ধারণা, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) আগামী সপ্তাহে সুদের হার কমিয়ে দেবে। সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়তে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক