কানাডার পণ্যে নতুন করে শুল্ক বাড়ালেন ট্রাম্প
কানাডার অন্টারিও প্রদেশে সম্প্রচারিত এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আমদানি পণ্যে নতুন করে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ভাষণের অংশ ব্যবহার করা হয়। ভাষণে রিগ্যান বলেছিলেন, ‘শুল্ক প্রত্যেক আমেরিকানের জন্য ক্ষতিকর।’ এই বিজ্ঞাপনটি সম্প্রচারের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে একে ‘প্রতারণামূলক ও বৈরী প্রচারণা’ বলে আখ্যা দেন।
ট্রাম্প লেখেন, ‘তারা সত্যকে বিকৃত করেছে এবং শত্রুতামূলক আচরণ করেছে। তাই আমি কানাডার পণ্যে বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বৃদ্ধি করছি।’
এই ঘটনার আগে, বৃহস্পতিবার (২৩ অক্টােবর) ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় থেকে সরে দাঁড়ান। এরপর অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড ঘোষণা দেন যে, তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার পর বিজ্ঞাপন প্রচার সাময়িকভাবে বন্ধ রাখবেন, যাতে আলোচনাগুলো পুনরায় শুরু করা যায়।
তবে ফোর্ড জানিয়েছেন, বিজ্ঞাপনটি সপ্তাহান্তে ও ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের খেলাগুলোর সময় প্রচারিত হবে, যেখানে টরন্টো ব্লু জেস মুখোমুখি হচ্ছে লস অ্যাঞ্জেলেস ডজার্সের।
বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় অনেক পণ্য এতে ছাড় পাচ্ছে। পাশাপাশি কানাডার ধাতুতে ৫০ শতাংশ, আর গাড়িতে ২৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।
ট্রাম্পের নতুন ঘোষণায় বোঝা যাচ্ছে, তিনি এই শুল্কে আরও ১০ শতাংশ যোগ করছেন, যা কানাডার জন্য বড় অর্থনৈতিক ধাক্কা হতে পারে।
উল্লেখ্য, কানাডার মোট রপ্তানির ৭৫ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে এবং অন্টারিও প্রদেশেই রয়েছে দেশের প্রধান অটোমোবাইল শিল্পকেন্দ্র।
বিতর্কিত বিজ্ঞাপনটি অন্টারিও সরকারের অর্থায়নে তৈরি, যাতে ১৯৮৭ সালের রিগ্যানের এক রেডিও ভাষণের অংশ দেখানো হয়, যেখানে তিনি বলেছিলেন, ‘বিদেশি বাণিজ্যে বাধা দিলে তা আমেরিকার জনগণেরই ক্ষতি ডেকে আনে।’

এনটিভি অনলাইন ডেস্ক